সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুর নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শুক্রবার রাজধানীর কমলাপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে মাত্র ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। এরপরর দলের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন।
এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশর মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল সাবিনারা।
আগামী সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর।