ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক সাহিত্য পুরস্কার প্রদান
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার ২০২৪ এর বিজয়ী লেখকের হাতে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের সৈয়দ হক মঞ্চে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব। একই অনুষ্ঠানে কল্যাণকর কাজের জন্য গুণীজন সম্মাননা ও পাঠাগারের শ্রেষ্ঠ পাঠকের হাতেও পুরস্কার প্রদান করা হয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সভাপতি সুনীল চন্দ্র রায়। অনুষ্ঠানের সম্মাননীয় অতিথি ছিলেন, গবেষক, সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ড.শাশ্বত ভট্টাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও গবেষক ড. আব্দুল হালিম প্রামানিক সম্রাট। সম্মাননীয় অতিথিবৃন্দ সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ এর বিজয়ী লেখক, গুণীজন ও পাঠাগারের শ্রেষ্ঠ পাঠকের হাতে পুরস্কার তুলে দেন। এসময় গীতিকার তৌহিদ- উল ইসলাম, পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়, কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল এবং বঙ্গভাষা লেখক জাদুকরের পরিচালক ও সাংবাদিক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।
বিজ্ঞ বিচারক মন্ডলির ফলাফলের ভিত্তিতে এবারের সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ যৌথ ভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন 'সবুজ মানুষ রহস্য' বইয়ের জন্য শিশু সাহিত্যিক নিলয় নন্দী ও 'অক্সিজেন' বইয়ের জন্য শিশু সাহিত্যিক আখতারুল ইসলাম।
এবছর কল্যাণকর কাজের স্বীকৃতি স্বরূপ গুণিজন সম্মাননা পেয়েছেন পাঠাগার সংগঠক জয়নাল আবেদীন। পাঠাগারের শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়েছেন বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পূজা রানী।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। এ পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার টাকা এবং বিজয় স্মারক।