
ফুলবাড়ীতে ঈদ পুর্নমিলনী-২০২৫ অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
"আল্লাহর আইন চাই,সৎ লোকের শাসন চাই"এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ঈদুল পুর্নমিলনী/২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী,সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ মিঞা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান ও শুরা সদস্য রফিকুল ইসলামসহ উপজেলার ৬ ইউনিয়নের সভাপতি গন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ মোনাজাত পরিচালনা করা হয়।