সাপের কামড় থেকে বাঁচতে করণীয়
বর্ষা মৌসুমে চারদিকে পানি থাকায় সাপের দেখা মেলে বেশি। এ জন্য এ সময় প্রায়ই সাপের কামড়ে মৃত্যুর খবর পাওয়া যায়। সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে—
বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। শোয়ার ঘরের সঙ্গে খাদ্যসামগ্রী, যেমন- ধান, চাল, হাঁস-মুরগি বা কবুতর না রাখাই ভালো। কেননা সাপ এসব খাবার খুঁজতে চলে আসতে পারে।
খাটের ওপর মশারি ব্যবহার করে ঘুমাতে হবে। মেঝেতে ঘুমানো যাবে না। রাতে মাচায় শোয়ার ব্যাপারেও বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, মেঝেতে ঘুমালে ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে।
কাজের প্রয়োজনে ঘাসের মধ্যে কিংবা ঝোপঝাড়ের ভেতর খুব সাবধানে হাঁটতে হবে। প্রয়োজনে লম্বা জুতো কিংবা বুট জুতো পরতে হবে।
রাতে বের হলে টর্চ লাইট ও লাঠিসহ বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বের হওয়ার আগে শব্দ করে বের হতে হবে। এতে সাপ সহজেই ভয়ে পালিয়ে যাবে।
গর্তের মধ্যে হাত কিংবা পা দেওয়া যাবে না। স্তূপ করা লাকড়ি অথবা খড় খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। ঘরের যেকোনো ফুটো বন্ধ রাখতে হবে। রাতের বেলা সম্ভব হলে আলো জ্বালিয়ে রাখা যেতে পারে।
মাছ ধরার সময় জাল, চাই বা জালের মধ্যে হাত দেওয়ার আগে সাপ আছে কি না, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।