পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় সার মজুতের অভিযোগে কারাদণ্ড
মোহাম্মদ মাহাবুব আলম,
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ২৯ নভেম্বর রাত ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্প কমাণ্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে টহল দলের সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তুরাব হোসেন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মেসার্স এলাহি মিয়া এবং BADC ডিলার বিদ্যুৎ কুমার দয়ের সারের গোডাউনে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে এবং গোডাউন তল্লাশি শেষে ও ডিলারদের নথিপত্র চেক করে পাওয়া যায় যে এলাহি ট্রেডার্স ফেনী হতে বর্ণিত ডিলার প্রতি বস্তা টিএসপি ১৩৫০ টাকা দরে ক্রয় করে এনে সরকারি নীতিমালা অমান্য করে উচ্চমূল্যে ১৭৫০ টাকা দরে প্রজেক্ট ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। যা দুর্নীতির চরম শিখরে পৌঁছে গিয়েছে।
এবং ২০০০ বস্তা পটাশ ৯০০ টাকা দরে এনে ১০০০ টাকা দরে বিক্রি করে। কিন্তু কৃষকগণ সার কিনতে দোকানে এলে, বলে যে স্যার নেই, এবং কৃষকদের সাথে তাল বাহানা করে ফিরিয়ে দেয়। উপস্থিত স্থানীয় কৃষক কিছু ভুক্তভোগীদের নিকট হতে প্রাপ্ত তথ্য জানা যায়।
এলাহী ট্রেডার্স বিগত ৩ বৎসর যাবত মোঃ হাসান আলী ৪২ গ্রামঃ কালিগঞ্জ উপজেলাঃ দেবীগঞ্জ, পঞ্চগড় এবং আখতারুজ্জামান ৩৯ গ্রামঃ ডুমুরতলা, ফুলবাড়ী উপজেলাঃ দেবীগঞ্জ, পঞ্চগড় দুইজন ব্যবসায়ী এলাহি ট্রেডার্স এর নিকট থেকে ডিলারশিপ ৪০ লক্ষ টাকায় ভাড়া নিয়ে ব্যবসা করে আসতে ছিলেন।
ভ্রাম্যমান চলাকালী তাদের এই উল্লেখিত দুর্নীতির অভিযোগে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৭৭ বস্তা টিএসপি এবং ১৭০০ বস্তা পটাশ সার জব্দ করেন।
যার আনুমানিক মূল্য টিএসপি , পটাশ স্যার সর্বমোট মোটঃ ৩০,৫৯,৭৫০ টাকা মূল্যের সার জব্দ করেন ।
ভ্রাম্যমান আদালত দুর্নীতির অভিযোগে সার ডিলার মোঃ হোসেন আলী কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এবং BADC ডিলার বিদ্যুৎ কুমার গত ২২ নভেম্বর -২৪ তারিখে ২২৭ বস্তা টিএস পি সার সরকারিভাবে ১৩৫০ টাকা দরে এনেছে বর্ণিত ডিলারও প্রজেক্ট ব্যবসায়ী এবং সীমিত কৃষকদের মাঝে ১৭৫০ টাকা দরে বিক্রি করেছে। কিন্তু বেশিরভাগ সময় কৃষক এলে বলে যে স্যার নেই। এবং অবৈধভাবে স্যারের মূল্য বেশি রাখায় ডিলারকে ভ্রাম্যমান আদালত ৫০,০০০ টাকা জরিমানা করেন ।
পরবর্তীতে হোসেন আলীকে জেল হাজতে প্রেরণের জন্য দেবীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় ।
এমন অভিযান কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকগন ।