পঞ্চগড় সরকারি মহিলা কলেজে নুতন উপাধ্যক্ষের যোগদান।
মাহাবুব আলম,
পঞ্চগড়।
১৪ অক্টোবর সকাল ১০ ঘটিকায় পঞ্চগড় সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এ এস এম হারুন -অর রশীদ। ইতিপূর্বে তিনি সহযোগী অধ্যাপক পদে খুলনা সরকারি ব্রজলাল কলেজ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
গত ৮ অক্টোবর ২০২৪ তাঁর পদায়ন হয়। এর ধারাবাহিকতায় তিনি পঞ্চগড় সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। উল্লখ ইতিপূর্বে তিনি পঞ্চগড় সরকারি মহিলা কলেজে দীর্ঘদিন কর্মরত থাকলেও তাঁর স্ত্রী এডঃ রিনা পারভীন বিএনপির সাবেক মহিলা সংসদ হওয়ায়, স্বৈরাচারী লীগ সরকারের দোসরা তাকে জামাতি তকমা লাগিয়ে সুদুর খুলনায় বদলি করে। মাত্র ৩৯ দিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারী লীগ সরকারের পতন হলে, বর্তমান তত্বাবধায়ক সরকার তাকে পদোন্নতি দিয়ে পুনরায় পঞ্চগড় সরকারি মহিলা কলেজে যোগদানের সরকারি নির্দেশ জারি করে। পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষক ও কর্মচারী এবং ছাত্রীদের সাথে কথা বলা হলে। তারা জানান হারুন স্যার কে পুনরায় ফিরে পেয়ে আনন্দিত।
তার যোগদানের সময় শিক্ষক ও কর্মচারী বৃন্দ তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবীব প্রধান (সহকারী অধ্যাপক), রওনক আফরোজ, সাবেক ছাত্রনেতা, মনিরুজ্জামান মানিক, ইজাজ রহমান সবুজ, এ,কে,এম আসাদুজ্জামান রানা,মাহাবুব আলম এবং অন্যান সাংবাদিক বৃন্দ।