কে আসল সাংবাদিক
কে আসল সাংবাদিক
- মো: আনোয়ার সাদাত পাটোয়ারী
(মঞ্জুবাক কবি)
দোষ খোঁজে শুধু শুধু
একে অপরের,
পত্রিকার পাতায় ধু ধু
খরাটা খবরের!
খোঁচা মারে ঠিক ঠিক
নিজেই নিজেকে,
ধিক তাই সহস্র ধিক
এমন অমানুষকে!
কে সঠিক কে বেঠিক
চলে তুমুল দ্বন্দ,
কে আসল সাংবাদিক
কে ভালো মন্দ?
২৮এপ্রিল২২বৃহঃবার
০২:৩৭পিএম