
"এক জীবনের কথকতা" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

ডা. মমতাজ বেগম স্মৃতি পরিষদের আয়োজনে এবং রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সহযোগিতায় "এক জীবনের কথকতা" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১৮ই এপ্রিল ২০২৫ শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি, রংপুর এর ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়।
ডা.মমতাজ বেগমের ডায়েরি এবং স্মৃতি থেকে লেখা গ্রন্থটির সম্পাদক ডা. মমতাজ বেগম এর জীবনসঙ্গী, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। প্রকাশক: ডা. মমতাজ বেগম স্মৃতি পরিষদ, নিউ জুম্মাপাড়া, রংপুর। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সভাপতি ড.নাসিমা আকতার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুফি জাহিদ হোসেন এবং প্রয়াত ডা.মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন অধ্যাপক আতাহার আলী খান।স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
গ্রন্থ সম্পাদকের কথা বলেন " এক জীবনের কথকতা " গ্রন্থের সম্পাদক ডা. মফিজুল ইসলাম মান্টু।ডা. মমতাজ বেগম স্মৃতি পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,ডা. মাহনাজ ইসলাম মৈত্রী।
ডা. মমতাজ বেগমের জীবনী পাঠ করেন,নিশাদ নিগার করবী। এরপর গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়, এতে রংপুরের কবি, সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক কর্মী,সংগঠক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
গ্রন্থ আলোচনায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান,শ ম আমজাদ হোসেন সরকার, অধ্যাপক আতাহার আলী খান, মোস্তফা তোফায়েল হোসেন, নারায়ণ চন্দ্র বর্মা, প্রফেসর মোহাম্মদ শাহ আলম ও স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
ডা. মমতাজ বেগম এঁর ডায়েরি থেকে পাঠ করেন, মামুন উর রশিদ,এইচ বি লাভলি, ময়না মনি, সুনীল সরকার, আব্দুল কুদ্দুস,মেসবাউর রহমান, মেহেদী মাসুদ ও মাহমুদা চৌধুরী। অনুভূতি প্রকাশ করেন,ডা. অশোক কুমার ভদ্র,হাসনা হেনা বেগম রোজী,মাহবুবা আরা বেগম লীনা ।
ডা. মমতাজ বেগম এঁর কবিতার আবৃত্তিতে অংশ নেন, মেহেদী মাসুদ ও এইচ বি লাভলি। পরিবারের পক্ষ থেকে কথা বলেন মাজেদুর রহমান ঝন্টু।
সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইশরত জাহান কাকন ও ডা. মাহনাজ ইসলাম মৈত্রী। কীবোর্ডে সহযোগিতা করেন গিয়াসউদ্দিন। সঞ্চালনায় ছিলেন মারুফ হোসেন মাহাবুব।
শেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
খবর বিজ্ঞপ্তির।