
জয়ের সম্ভাবনা জাগিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে হার বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে নেপালকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেলো লাল-সবুজের প্রতিনিধিরা।বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ঠিক, কিন্তু এই ৯২ রানের লক্ষ্য দিয়েও অস্ট্রেলিয়াকে কঠিন পরীক্ষায় ফেলেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। আফিয়া আশিমার ২৯ রানের পর জান্নাতুল মাওয়া বল হাতে ১৫ রানে ৩ উইকেট নেয়।
অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের ম্যাচটি ৪ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালকে হারিয়েছিল ৫ উইকেটে।
অস্ট্রেলিয়ার টপঅর্ডারের তিন ব্যাটার গলার কাঁটা হলেও অন্য প্রান্ত দিয়ে দ্রুতই উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। টপঅর্ডারের তিনজনের মধ্যে ইনেস ম্যাককেওন ১৪, কেটে পেলে ১৬ ও লুসি হ্যামিল্টন ৩০ রান করে। মাওয়াই নেয় ২ উইকেট।
কাউমহে ব্রায় ০, এলেনর লারোসা ১ ও হসরত গিল ১ রান করে। কিন্তু এলা ব্রিসকোর শেষের দৃঢ়তয় বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এলা ২২ বলে করে ১১ রান। গ্রেস লায়ন্স করে ৯।
এর আগে আফিয়া আশিমা ও সুমাইয়া আক্তারের ব্যাটে ৯ উইকেটে ৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সাত নম্বরে নামা আফিয়া ৩৪ বলে করে ২৯ রান, ওপেনার সুমাইয়া ১৩। বাকিদের কেউ দশের ঘরও ছুঁতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট পায় ব্রায়, লারোসো ও তেগান উইলিয়ামসন।
‘ডি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন দুইয়ে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্সে। অর্থাৎ বুধবার (২২ জানুয়ারি) পরের ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে জিতলেই কোনো সমীকরণ ছাড়া সুপার সিক্সে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। আর হারলে তাকিয়ে থাকতে হবে নেপাল-যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে।