কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাংচুর
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়ী ভাঙচুরের অভিযোগ উঠেছে মনু মিয়ার নামে, স্থানীয় থানায় লিখিত অভিযোগ।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, কালীগঞ্জে উপজেলার ভোটমারী ইউনিয়নের সদরপাড়া এলাকার আইয়ুব আলীর স্ত্রী আক্তারা বেগমের গৃহপালিত গরুর একটি বাছুর একই এলাকার সিরাজুল ইসলামের বাড়ীতে গেলে তারা অন্যায়ভাবে উক্ত বাছুরটিকে মারপিট করে এবং অশ্লীনভাষায় গালিগালাজ করে তখন আক্তারা বেগম প্রতিবাদ করিলে বির্তক সৃষ্টি হয়। একপর্যায়ে মনুমিয়া ও সিরাজুল ইসলাম গং অন্যায়ভাবে আক্তারা বেগমের বসতবাড়ীতে প্রবেশ করে এবং ঘড়ের টিনসেট বেড়া ভাংচুর করে। পরবর্তিতে আক্তারা বেগম বাদী হয়ে আট জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
এ বিষয়ে মনুমিয়া বলেন, আমরা কোন বসতবাড়ীঘর ভাংচুর করিনাই, এটা সাজানো ঘটনা।
অভিযোগের বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।