হাতীবান্ধায় উপজেলা ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয় এর সই করা এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয় ।
বহিষ্কৃতরা হলেন হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম সবুজ।
লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন লিমন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।