মহেশপুরে সাবেক চেয়ারম্যানকে পেটানোর দায়ে বর্তমান চেয়ারম্যান আটক
মোঃ অমিদ হাসান
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি আমানুল্লাহকে পিটিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাকে শ্যামকুড় বাজারে নৌকার সমর্থকরা পিটিয়ে জখম করে। এ ঘটনায় শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল হককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে থানা পুলিশ।
মহশেপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের পক্ষে ট্রাক প্রতিকে ভোট করেন। এ টনার জের ধরে সন্ধ্যার দিকে নৌকার সমর্থক জামিরুল চেয়ারম্যান ও তার ভাই দলবল নিয়ে আমানুল্লাহকে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জামিরুলকে থানায় নিয়ে এসেছে। তবে এখনই তাকে গ্রেফতার বলা যাচ্ছে না।
অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে ওসি মাহবুবুর রহমান জানান।