হাতীবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাসুদ বাবু,
লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সোয়াইব নামের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিয়ে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিশু সোয়াইব ঐ এলাকার সাঈদ রহমানের সন্তান ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সোয়াইব। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু পরিবারের লোকজন।
এক পর্যায়ে কিছুক্ষন পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।