এবারের ঈদে মুক্তি পাচ্ছে হিরো আলমের ছবি ‘টোকাই’
আসন্ন ঈদকে কেন্দ্র করে একাধিক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এই ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সিনেমার ‘টোকাই’। ঈদে আরও মুক্তি পাওয়ার কথা ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও অনন্ত জলিলেরও সিনেমা।
শনিবার (৮ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে হিরো আলম লিখেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। সুখে-দুখে সবসময় আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের আনন্দও আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।
আসছে ঈদুল ফিতর উপলক্ষে বাবুল রেজা পরিচালিত আমার ‘টোকাই’ ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ছবিটিতে অভিনয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। জানি না, ‘রুচির দুর্ভিক্ষে’ নিমজ্জিত এই সমাজ আমার ছবিটাকে কিভাবে গ্রহণ করবে। আমি খুবই নগন্য একজন মানুষ। আপনাদের ভালোবাসাই আমার একমাত্র সম্বল। রুচিশীল মানুষদের প্রতি অনুরোধ, আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, আমাকে শুধরে দেবেন। এটা আপনাদের দায়িত্বও বটে!
বাবুল রেজা পরিচালিত হিরো আলমের ‘টোকাই’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২১ সালের শুরুতে। গত বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে অজানা কারণে পিছিয়ে যায় তা। তবে কিছুদিন আগে হিরো আলম জানান—এ ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। হিরো আলম প্রযোজতি এটি দ্বিতীয় সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজে। এছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহেনা জলি, দুলারী, ড্যানি রাজ, রিনা খান প্রমুখ।
রমজানের শুরুতে ইসলামিক সংগীত নিয়ে হাজির হয়েছিলেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। সেই সংগীতের রেশ কাটিয়ে ওঠার আগেই অর্থাৎ ঈদের আগ মুহূর্তে ‘ঈদ মোবারক’ শিরোনামে আরও একটি ইসলামিক সংগীত প্রকাশ করবেন বলেও জানান তিনি।
এদিকে আসন্ন ঈদে ঢালিউড সু্পারস্টার শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ নামে দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমাটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার অপেক্ষা—ঈদে কার সিনেমা মুক্তি পাচ্ছে এবং কোন সিনেমা দর্শক টানছে প্রেক্ষাগৃহে।
‘লিডার’ মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত, ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও লাভ করেছে।