রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৪২-তম সাহিত্য বৈঠক ০২রা ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু -উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রকে নিয়ে আলোচনা করেন।
ভাষা ও শহিদ দিবস নিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেন পরিষদ উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ ও শ ম আমজাদ হোসেন সরকার।
স্বরচিত কবিতা পাঠে আরো অংশ নেন, কবি আফজাল হোসেন, সুফি জাহিদ হোসেন, খন্দকার শামসুজ্জোহা।
কবিতা আবৃত্তি করেন, নীরেশ মুখার্জী, মেহেদী মাসুদ, মামুন উর রশিদ ও সুমন শিকদার।
সঙ্গীত পরিবেশন করেন, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুফি জাহিদ হোসেন ও পরিষদের আজীবন সদস্য সুমন শিকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিষদের অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী।
পঠিত লেখাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন, পরিষদ উপদেষ্টা, লেখক এড. মাসুম হাসান।
আরো উপস্থিত ছিলেন, বাচিক শিল্পী খাদিজা জাফরিন তন্বী, মনীষা আক্তার ও দিল তাবিবা মুগ্ধ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
খবর বিজ্ঞপ্তির।